You have reached your daily news limit

Please log in to continue


এই শেখ মুজিব, এই শেখ রাসেলদের সামলাবে কে

না, তিনি নতুন কিছু বলেননি। আর দশজন রাজনৈতিক ‘কৃতি সন্তান’ যা বলে থাকেন, তিনিও তা-ই বলেছেন। অন্যরা ঘরোয়া আড্ডা-ফাড্ডায় বলেন; আর তিনি ভরা মজলিশে মাইকে বলেছেন; এ-ই যা।

তিনি বলেছেন, ‘পুলিশকে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয়, তাহলে আমরা থানা ঘেরাও করব।’ ফেসবুকে তাঁর এই বাণীসহ ভিডিওটি ঘুরছে।

ভাইরাল হওয়া ভাইটি ‘শেখ’ পরিবারের সন্তান। নাম শেখ রাসেল। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ রেজাউল করিম মিলনের ভাই।

এর বাইরে তাঁর ‘সরকারি পরিচয়’ হলো, তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একজন উপপরিচালক।

কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গত শুক্রবার বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছিলেন শেখ সাহেব।

বক্তব্যের একপর্যায়ে এই সরকারি কর্মকর্তা ফুলটাইম রাজনীতিকের মতো আবেগ ধরে রাখতে না পেরে বলে ফেলেন, এলাকার প্রতিটি গ্রেপ্তার তাঁদের অনুমতিসাপেক্ষ।

একই সঙ্গে জানিয়ে রাখেন যে তাঁর ও তাঁর লোকজনের অনুমতি না নিয়ে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে, তাহলে মোটেও ভালো হবে না।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, এক ভদ্রলোক বেশ বড় একটি সভায় দাঁড়িয়ে মাইকে বলেছেন, ‘স্বৈরাচার যেসব সম্পদ ভোগ দখল করেছে, এখন পালায়ে গেছে, ওইসব আমাদের নেতা-কর্মীরা সবাই মিলে ভোগদখল করবে। সবাই ঐক্যবদ্ধভাবে ভোগ দখল করবেন। এগুলো সম্পূর্ণ আমাদের। এ নিয়ে কোনো অভিযোগ অনুযোগ শুনতে চাই না। সবাই মিলে এক রুটি দশজন ভাগ করে খাইলে ভালো হয়। দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ।’

‘দশে মিলি’ লুটপাট চালানো এই সাম্যবাদী ভাবাদর্শের নেতাও শেখ পরিবারের লোক। তাঁর নাম শেখ মুজিবুর রহমান। ডাক নাম ইকবাল। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি এবং বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক।

ইকবাল সাহেব যেভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভোগ দখল করা সম্পদ নিজেদের দখলে আনার ফয়সালা দিচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল, তিনি যুদ্ধলব্ধ গনিমতের মাল বন্টনের দায়িত্ব নিয়েছেন।

তাঁর ওই ভিডিও দেখার সময় গত সরকারের সময়কার একটি ভাইরাল ভিডিওর কথা মনে পড়ছিল। সেই ভিডিওতে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনার সন্তান। এই দেশ আমাদের, এই দেশের সম্পদ চুরি করলে আমরা করব। লুটপাট করলে আমরা করব। আমাদের কেউ বাধা দিতে পারবে না।’

বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যে সেই আওয়ামী লীগ নেতার হুবহু প্রতিধ্বনি শোনা গেল।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন