একজন অপদার্থ বাবা
বছর দুই বছর আগে ‘একজন ফালতু বাবা’ শিরোনামে একটা লেখা লিখেছিলাম। লেখার বিষয়বস্তু ছিলো বাচ্চাদের লেখাপড়ার ছুঁচোর দৌড় প্রতিযোগিতা। তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর তালে আমরা কিভাবে তাদের জীবনকে বিষয়ে তুলি সেই বিষয়ে বিশদ আলোচনা করেছিলাম। সাথে এসেছিলো বিশ্বব্যাপী শিক্ষার বর্তমান স্বরূপ। পাশাপাশি এসেছিলো ‘শ্যাডো এডুকেশন’র মাত্রা। অবস্থা দৃষ্টে মনেহয় শ্যাডো এডুকেশনই এখন আসল এডুকেশন। আর মূল শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র একটা ফর্মালিটিজ।