চাকরির পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়া হোক
করোনায় চাকরির পরীক্ষা অনেক দিন বন্ধ ছিল। এখন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে। এতে চাকরিপ্রার্থীদের মনে আশার সঞ্চার হচ্ছে। কারণ কভিড-১৯ মহামারিতে চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল, যা ছিল কালো মেঘের মতো। এখন আস্তে আস্তে হতাশার কালো মেঘ পরিস্কার হতে যাচ্ছে। কিন্তু অধিকাংশ পরীক্ষা ঢাকায় হওয়ায় পরীক্ষার্থীদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। যেমন পরীক্ষার্থীদের আর্থিক কষ্ট, ভোগান্তি, সময় নষ্ট, হয়রানি ইত্যাদি।
এখন দাবি হচ্ছে, পরীক্ষার্থীদের হয়রানি বন্ধ করা। এর জন্য সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা বিভাগীয় শহরে হওয়া উচিত; যা বাস্তবে কার্যকর হলে চাকরি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধ হবে। কার্যত কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরীক্ষার্থীদের বিপক্ষে যাচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়। যেমন একদিনে অনেক প্রতিষ্ঠানের পরীক্ষা হওয়া, যা কোনোভাবেই কাম্য নয়।