কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কপ-২৬ ও সবুজ জলবায়ু তহবিল

সমকাল কাজী খলীকুজ্জমান আহমদ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১, ০৯:৫৩

যুক্তরাজ্যের গ্লাসগোতে আজ শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলনের ২৬তম আসর বা কপ-২৬। এবারের আসর নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও বাস্তবতা বলা কঠিন। তবে এটা সত্য, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী খারাপের দিকে যাচ্ছে। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জ বা আইপিসিসির সর্বশেষ রিপোর্টে এ চিত্র ফুটে উঠেছে। আইপিসিসি অনেক রিপোর্ট প্রকাশ করে, তবে তিনটি মূল রিপোর্ট তথা বিজ্ঞান, ভঙ্গুরতা ও অভিযোজন এবং কার্বন নিঃসরণ কমানোর হার। আইপিসিসির বিজ্ঞান রিপোর্টই অবস্থা খারাপের ইঙ্গিত দিচ্ছে। বায়ুমণ্ডলে দুই মিলিয়ন বছরের মধ্যে এখন সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস জমা হয়ে আছে। আমরা প্যারিস চুক্তিতে লক্ষ্য নির্ধারণ করেছি ২১০০ সাল নাগাদ পৃথিবী ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণ হতে দেব না। তুলনা হচ্ছে ১৭৬০ সালে শুরু শিল্পবিপ্লবের পূর্বের অবস্থার সঙ্গে। কিন্তু আইপিসিসির রিপোর্টে বলা হয়েছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ২০৩০ থেকে ২০৪০-এর মধ্যেই পৌঁছে যাবে। ইতোমধ্যে ১৮৫০ থেকে ১৯০০ সালের যে গড় ছিল, বর্তমানে তা থেকে ১ দশমিক ১ ডিগ্রি বেড়ে গেছে। এর ফলে চারদিকে আমরা ধ্বংসলীলা দেখছি- বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠ উঁচু হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ উঁচু হওয়ার ফলে নদনদী ও উপকূল দিয়ে লবণাক্ততা ঢুকছে। আরেকটি বিষয় হলো- ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি কিংবা বৃষ্টি না হওয়া ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ যেমন বেড়ে গেছে, তেমনি এদের বিধ্বংসী রূপ আমরা দেখছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও