গ্রহণযোগ্য ইস্যু না থাকলে কর্মসূচি ব্যর্থ হবে
নির্বাচন সামনে রেখে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ এবং বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি বারবার আন্দোলনের হুমকি দিচ্ছে। তাতে রাজনীতির মাঠ কিছুটা উষ্ণ হলেও দীর্ঘদিন বিএনপির কোনো আন্দোলন সফলতার মুখ না দেখায় তাদের এমন হুমকি খুব বেশি আমলে নিচ্ছে না কেউই। এরই মধ্যে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে দলীয়প্রধানের নির্দেশে বেশ গোছানো শুরু করেছে। তবে আওয়ামী লীগ বিএনপির বর্তমান অবস্থাকে হালকাভাবে দেখলেও আগামী জাতীয় নির্বাচনে মোটেও হালকাভাবে দেখছে না। কারণ আগামী নির্বাচনী বৈতরণি পার করে টানা চতুর্থবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ।