পারমাণবিক পাকিস্তানের রূপকার আবদুল কাদির খান: আলাপচারিতা
ড. খানের মতে, ‘পাকিস্তানের আর পারমাণবিক প্রতিযোগিতার কোনো প্রয়োজন নেই। ভারতের যেকোনো স্থানে পারমাণবিক আঘাত হানার সামর্থ্য অর্জনই পাকিস্তানের জন্য যথেষ্ট। আমরা ভারতের ওপর ধ্বংসাত্মক হামলা চালাতে পারি, তারাও পারে আমাদের ওপর। এরপর অন্তত আর পাকিস্তানের প্রতিযোগিতার প্রয়োজন নেই। ভারতের যদি অন্য কোনো লক্ষ্য থেকে থাকে, সে সমস্যা তাদের। আমাদের লক্ষ্য শুধু ভারত।’