মশা নির্মূলে ব্যক্তিগত সচেতনবোধ

ইত্তেফাক মো. মিজানুর রহমান প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২১, ০৯:২৪

করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ে জনমনে মহা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই অভিভাবকরা চরম উদ্বিগ্ন। এক হিসাবমতে, এ বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার। এর মধ্যে সবচেয়ে আক্রান্ত আগস্ট মাসেই। আগস্ট মাসে আক্রান্ত ৭ হাজার ৪৩২ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা শহরের বাসিন্দারা। তবে সারা দেশেই ডেঙ্গুর সংক্রমণ হয়েছে। করোনার পাশাপাশি ডেঙ্গুর এই সংক্রমণ সারা দেশের মানুষের মধ্যে নতুন ভীতি দেখা দিয়েছে। ডেঙ্গুর নতুন ধরনে সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছে। এদিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) এক গবেষণায় জানা গেছে, বাংলাদেশের রোগীদের মাঝে তারা ডেঙ্গুর নতুন সেরোটাইম বা একটি ধরন শনাক্ত করেছেন। ডেনভি/৩ নামের এই ধরনে ঢাকার বাসিন্দারা বেশি আক্রান্ত হচ্ছেন। ডেনভি/৩ এ ধরনের আক্রান্তের কারণে রক্তের কনিকা প্লাটিলেট দ্রুত কমে যায়। এ ধরনের আক্রান্তরা দ্রুত অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীরা অনেক দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে রোগের ভয়াবহতা বেড়ে যায়। এটা হচ্ছে অনেকটা অজ্ঞতার কারণে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও