রাজধানীতে নিরবে-নিভৃতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের জিনিসের দাম বাড়লেও এ নিয়ে নীতি নির্ধারকদের তেমন কোনো মাথা ব্যথা আছে বলে পরিলক্ষিত হচ্ছে না। করোনার দুর্যোগে সরকারি কর্মকর্তাদের বাইরে প্রাইভেট সেক্টরের বেশিরভাগ কর্মজীবীরই আগের তুলনায় মাসিক আয় কমেছে। দিনের পর দিন বন্ধ থাকার কারণে ছোট ব্যবসায়ী, উদ্যোক্তাদের ব্যবসা এলোমেলো হয়ে গেছে। লোন আর দেনার কারণে অনেকেই নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়েও দিয়েছেন। স্কুল, কোচিংসহ বিভিন্ন ধরনের প্রাইভেট প্রতিষ্ঠান যারা পরিচালনা করতেন তারা অসহনীয় এক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বাজারে বেচাকেনাও আগের মতো নেই। কিন্তু এর মধ্যে খাদ্যপণ্যসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় শহরের নিন্ম-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে নতুন করে হতাশা তৈরি হয়েছে।
You have reached your daily news limit
Please log in to continue
রাজধানীতে বাজার দর নিয়ন্ত্রণের বাইরে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন