![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F7484f343-36d4-44c1-8bd3-d9e5eea04508%252Fprothomalo_hospital.jpg%3Frect%3D0%252C19%252C977%252C513%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
সরকারি হাসপাতালগুলো কি কখনো দালালমুক্ত হবে না
উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত—এসব শ্রেণি ভাগ করা হয় মূলত মানুষের মৌলিক চাহিদার ওপর ভিত্তি করে। কোনো রাষ্ট্র কতটা স্বয়ংসম্পূর্ণ, তার ওপর নির্ভর করে এই শ্রেণিগুলো ভাগ করা হয়ে থাকে। মানুষের দৈনন্দিন চাহিদা যে রাষ্ট্র সম্পূর্ণভাবে পূরণ করতে পারে, সেটিই তখন উন্নত রাষ্ট্র। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত যা প্রয়োজন, তাকেই মৌলিক চাহিদা বলে; যার মধ্যে আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা।
তৃতীয় বিশ্বের রাষ্ট্র হওয়া সত্ত্বেও ক্রমান্বয়ে আমাদের দেশ উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। ছোট আয়তনে আমাদের দেশের জনসংখ্যা অত্যধিক। একদিকে যেমন জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার চ্যালেঞ্জ, অন্যদিকে দেশের উন্নয়ন ও জনগণের মৌলিক চাহিদা পূরণের চ্যালেঞ্জ।