'বিরোধিতার মধ্যেই দায়মুক্তির মেয়াদ বাড়ল কুইক রেন্টালের'- শিরোনামটি দৈনিক সমকালের। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রকে দায়মুক্তি দেওয়া আইন 'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০'-এর মেয়াদ সংসদে আরও পাঁচ বছর বাড়ানোর সংবাদের শিরোনাম এটি। সংসদে এই আইন পাস করা নিয়ে হয়েছে অভাবনীয় কাণ্ড। আমিসহ অন্য বিএনপির সাংসদরাও একযোগে এই আইনের কঠোর সমালোচনা করেছেন, এ জন্য সেটিকে আমি অভাবনীয় বলছি না। অভাবনীয় ব্যাপার হচ্ছে, জাতীয় পার্টির কয়েকজন সদস্য এই আইনের বিরুদ্ধে বেশ জোরালোভাবে কথা বলেছেন। জাতীয় পার্টি এই সংসদে সরকারের কোনো আইন, নীতি বা পদক্ষেপের বিরুদ্ধে খুব শক্ত অবস্থান নিয়েছে, এ নজির প্রায় নেই বললেই চলে। সেখানে এরকম একটা সামষ্টিক বিরোধিতাও সরকারকে আইনটি পাস করতে বিরত করতে পারেনি। পারার কথাও না, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই এই সংসদে যে কোনো কিছু করতে পারার ক্ষমতা ক্ষমতাসীন দলকে সংবিধানই দিয়ে রেখেছে।
You have reached your daily news limit
Please log in to continue
'সোনার ডিমপাড়া হাঁস' কুইক রেন্টাল
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন