বান্দরবানের রুমা উপজেলার পলিকা খালের ওপর বানানো হলো সড়ক ছাড়াই সেতু। সেই খবর প্রকাশিত হওয়ার পর তড়িঘড়ি করে রাস্তা বানানো হলো, তা–ও রাতারাতি পাহাড় কেটে। এ সড়ক নির্মাণের জন্য কোনো দরপত্র তো হয়ইনি, পাহাড় কাটার জন্যও অনুমতি নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তর থেকে। এমন জগাখিচুড়িভাবে কেন প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সেটিই এখন রহস্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কথা হচ্ছে, এ রহস্যের ভেদ কি আদৌ কখনো হবে?
- ট্যাগ:
- মতামত
- পরিকল্পনা
- প্রকল্প
- সেতু নির্মাণ
- পাহাড় কাটা