ফুটবলের স্বর্ণযুগের রেফারি কাজী আনসারুল ইসলাম মিন্টু
রেফারি কাজী আনসারুল ইসলাম মিন্টু। আমাদের সোনালী ফুটবল যুগের এক অনন্য নাম। ফুটবল ইতিহাসের পাতায় যে নামটি লেখা আছে স্বর্ণাক্ষরে। তারকাখচিত এক রেফারি হিসেবে তিনি অনন্য-অমর হয়ে আছেন।
আশির দশকে ফুটবলের বাধভাঙ্গা জনপ্রিয়তার কালে মোহামেডান-আবাহনীর হাইভোল্টেজ ম্যাচ সবচেয়ে বেশি পরিচালনা করেছেন তিনিই। প্রতিবারই যশোর থেকে এসে তিনি ম্যাচ পরিচালনা করতেন। সেসময় আবাহনী-মোহামেডানের মধ্যেকার ফুটবল ম্যাচ পরিচালনা করাটা ছিল রেফারিদের কাছে সবচেয়ে দূরহ-দুঃসহ কঠিন এক কাজ।