কলকাতার প্রগতিশীলতা ও বাঙালি হিন্দুর মন-২
দেশ রূপান্তর
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৭
কলকাতার চারপাশে ঘিরে রয়েছে অজস্র কলোনি। সব গড়ে উঠেছে, বলাবাহুল্য সাতচল্লিশের দেশভাগের পরে। ওপার থেকে নানা কারণে বাঙালিদের এক অংশ এপারে চলে আসার পরে একের পর এক এই কলোনিগুলো গড়ে উঠতে থাকে। সব কটি কলোনি তৈরির পেছনেই নিঃসন্দেহে বামপন্থি দলগুলোর বিরাট ভূমিকা আছে। উদ্বাস্তু মানুষদের দাবি-দাওয়া নিয়ে লড়াই-সংগ্রামের পুরোভাগে তখন থেকেছে বামপন্থিরা।
- ট্যাগ:
- মতামত
- বাঙালি
- প্রগতিশীলতা