কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী কয়েক দিনের চিত্র

কালের কণ্ঠ এ কে এম আতিকুর রহমান প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩২

গত ২৬ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনাসভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণদানকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার সময় তৎকালীন আওয়ামী লীগের দায়িত্বশীল কয়েকজন নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আওয়ামী লীগ, দলীয় সমর্থক, মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। কারণ তাঁরা তাঁদের দেওয়া দায়িত্ব পালনে যেমন ব্যর্থ হয়েছেন, তেমনি তাঁরা ওই হত্যাকাণ্ড-পরবর্তী সময়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে সম্পূর্ণ নীরব থেকেছেন। আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার মতে বিব্রতকর হলেও ওই ঐতিহাসিক সত্য জাতির সামনে তুলে ধরতে হবে, যাতে বর্তমান প্রজন্মের আওয়ামী লীগের নেতাকর্মীরা তা জানতে পারেন।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও