You have reached your daily news limit

Please log in to continue


কভিড-১৯ এর অভিঘাত ও পারিবারিক কৃষি

কয়েক বছরে নানামুখী সংঘাত এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে বৈশ্বিক অর্থনীতির গতি স্তিমিত হয়ে পড়েছে। ফলে দারিদ্র্য ও ক্ষুধা নিরসনে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রায় যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সেগুলো পূরণে বিশ্ব অনেকটাই পিছিয়ে গেছে। ক্ষুধা ও খাদ্য নিরাপত্তাহীনতা ক্রমে বেড়েই চলেছে। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অতিক্রম করে এখন স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে হাঁটছি।

যারা সহস্রাব্দ লক্ষ্যমাত্রার আওতা থেকে বাদ পড়েছিল, তারা আবারও স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার আওতা থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠী। এ পরিস্থিতিতে গ্রামীণ জনগোষ্ঠী এবং খাদ্য ব্যবস্থার ওপর কভিড-১৯-এর প্রভাব বিবেচনায় রেখে স্বাস্থ্য, জীবন-জীবিকা ও খাদ্য ব্যবস্থার একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ, এ ধরনের অন্যান্য জরুরি অবস্থার অভিজ্ঞতা থেকে আমরা জানি, বেশিরভাগ ক্ষেত্রেই দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন