শিরীষতলা :চট্টগ্রামের ফুসফুস বাঁচাতে এগিয়ে আসুন

ইত্তেফাক অজয় দাশগুপ্ত প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ১১:২৯

আমার জন্ম প্রাচ্যের অন্যতম সুন্দর শহর চট্টগ্রামে। নামের সঙ্গে গ্রাম শব্দটা কেন আছে, তার উত্তর দেবে ইতিহাস। কিন্তু জন্ম থেকেই দেখছি বিস্তৃত হওয়ার জন্য অধীর আগ্রহে থাকা এই শহরের নান্দনিক সৌন্দর্য। একদিকে বঙ্গোপসাগর, আরেক দিকে শৈলমালা। শহর থেকে পা বাড়ালেই সমুদ্রের জলে পা ভেজানো যেমন সম্ভব, তেমনি আরেক প্রান্তে পা বাড়ালেই আকাশে হেলান দেওয়া পাহাড়ের সারি।


একেবারে পুরোনো আমলের কথা বাদ দিয়ে যদি ইংরেজ শাসনকাল থেকে শুরু করি, তবে জানব : পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ইংরেজরা চট্টগ্রাম বন্দরের জন্য নবাব মীর জাফরের ওপর চাপ সৃষ্টি করে। তবে মীর জাফর কোনোভাবেই ইংরেজদের চট্টগ্রাম বন্দরের কর্তৃত্ব দিতে রাজি হননি। ফলে ইংরেজরা তাকে সরিয়ে মীর কাশিমকে বাংলার নবাব বানানোর ষড়যন্ত্র করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও