বঙ্গবন্ধু :মানুষ বানাবার কারিগর
বাঙালির জাতীয় জীবনে আগস্ট অত্যন্ত বেদনার, কষ্টের ও আর্তনাদের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বর হত্যাকাণ্ড ঘটে। এই বীভৎস ও বিভীষিকাময় হত্যাকাণ্ডের পর খুনিচক্র বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলার চেষ্টা করে। শাসককুলের এসব অপচেষ্টা সত্ত্বেও এদেশের মানুষ বঙ্গবন্ধু স্মরণে এগিয়ে আসে।
বাংলা ভাষাভাষি মানুষের রাষ্ট্র গঠন ছিল বঙ্গবন্ধুর কার্যক্রমের চূড়ান্ত পর্যায়। ইতোপূর্বে তিনি তাদের মানবিক মর্যাদা বা মানুষ হিসেবে স্বীকৃতির লড়াইয়ে ব্যাপৃত ছিলেন। এই বাংলা-বাঙালিকে অবাঙালিরা কখনও মানবিক মর্যাদা দেয়নি। আধুনিককালে শুধু নয়; প্রাচীনকালেও বাঙালিদের ইতর, ম্লেচ্ছ, অসভ্য, দানব, বর্বর বা পাপাচারী বলে আখ্যায়িত করা হয়েছে। প্রাচীন ভারতীয় গ্রন্থ 'ঐতেরেয় আরণ্যক'-এ উল্লেখ করা হয়েছে যে, বঙ্গের (বাংলার) মানুষেরা পাখির মতো দুর্বোধ্য ভাষায় কথা বলে। এটি ভাষার অগম্যতার জন্য বলা হয়েছে তা নয়; বরং নিন্দার্থে এটি ব্যবহার করা হয়েছে।