প্রথম যত প্রতিক্রিয়া
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর যে ধরনের প্রতিবাদ এবং ঘাতকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা ছিল, তা হয়নি। কয়েক দিন আগেও বাকশালে যোগ দেওয়ার জন্য গণভবনের সামনে যাঁদের বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, তাঁদের একাংশ রাতারাতি ভোল পাল্টে জবরদখলকারী শাসকদের সঙ্গে হাত মেলান। অনেকে ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন। তাঁদের বিভ্রান্তি ও হতাশা বেড়ে যায়, যখন দেখলেন কয়েকজন বাদে বঙ্গবন্ধু মন্ত্রিসভার সদস্যরাই নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।