১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন শাহাদাতবরণ করেন তখন আমি ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আদমজীনগর থেকে প্রতিদিন সকালে মিনিবাসে চেপে ঢাকার গুলিস্তানে নামি। সেখান থেকে বাসে বা রিকশায় ঢাকা কলেজ। লেখাপড়ার নামে সারা দিন কবিতার আড্ডা চলে কলেজ ক্যান্টিনে। কবিবন্ধু রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, জাফর ওয়াজেদ আড্ডার নিত্যসঙ্গী। বিকেলে আবার ফিরে যাই। আমার আব্বা আহমদ হোসেন চৌধুরী তখন আদমজী জুটমিলের প্রধান শ্রম ও কল্যাণ কর্মকর্তা। সে সুবাদে আমরা থাকতাম ১ নম্বর অফিসার্স কোয়ার্টারের বাসায়। বঙ্গবন্ধু হত্যার মর্মান্তিক দুঃসংবাদ সেদিন সকালে ঘুম থেকে জাগিয়ে আব্বাই আমাদের জানান। আকস্মিক এ সংবাদে হতবুদ্ধি হয়ে পড়েছিলাম।
You have reached your daily news limit
Please log in to continue
বঙ্গবন্ধু হত্যা : ১৯৭৭ সালের ২৬ মার্চ আদমজীতে আমার প্রতিবাদ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন