![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frhgrf-20210815100940.jpg)
১৫ আগস্ট ৭৫: প্রথম প্রহরের প্রতিবাদ!
'শহিদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।'
বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে কারাভোগ করেছিলেন কবি নির্মলেন্দু গুণ! ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার হত্যাকাণ্ডের কোন প্রতিবাদ হয়নি বা প্রতিবাদের কোন মানুষ ছিলেন না, এমন কথা সর্বৈব মিথ্যা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন অনেক মানুষ যাদেরকে জেল-জুলুম সহ্য করতে হয়েছে, করতে হয়েছে মৃত্যুকে আলিঙ্গন। হত্যাকাণ্ডের সেই তিমির অন্ধকারেই প্রতিরোধের চেষ্টা করেছিলেন কর্নেল জামিল কিন্তু শেষ রক্ষা হয়নি।