আমি তোমাদেরই লোক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। তিনি সকল পেশা ও শ্রেণির মানুষকে এই বার্তায় উদ্বুদ্ধ করেছিলেন যে, স্বাধীনতা ছাড়া বাঙালি জনগণের মুক্তি নেই এবং এজন্য জীবন বাজি রেখে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হতে হবে। এই কাজটি অত্যন্ত দুরূহ ছিল।
ধর্মীয় দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের সৃষ্টি হয়েছিল, বাংলার মুসলমানেরা পাকিস্তান সৃষ্টির মধ্যে মুক্তির পথ অন্বেষণ করেছে এবং শেখ মুজিবুর রহমান ও তার সহকর্মীরা মুসলিম লীগের এই দাবির সপক্ষে আন্দোলনে যুক্ত ছিলেন।