কভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে দেশীয় ফার্মার সক্ষমতা অর্জন জরুরি
২০১৯ সালে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ার পর থেকে সারা বিশ্বে এ প্রর্যন্ত ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ১৯ কোটি মানুষ এই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে। সমগ্র পৃথিবীর মানুষ এই মারণব্যাধি করোনাভাইরাসের বিরুদ্ধে সুস্থ, স্বাভাবিক ও বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। পৃথিবীতে এর আগেও অনেক মহামারি ও যুদ্ধ সংঘটিত হয়েছে, যার ফলে অনেক মানুষের মৃত্যু হয়। পৃথিবীতে ব্যাপক জান-মালের ক্ষতির অন্যতম কারণ হচ্ছে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ ও মহামারি এবং প্রতি ১০০ বছর পর পর সারা বিশ্বে জীবাণু দ্বারা সংক্রমণের ফলে মহামারির আবির্ভাব পরিলক্ষিত হয়।