ছেলেশিশুদের যৌন নির্যাতন নিয়ে নীরবতা ভাঙুক
‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু যৌন নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক আলোচনার আয়োজন করেছিল মানুষের জন্য ফাউন্ডেশন। ২০২১ সালের এপ্রিলে এই অনুষ্ঠানে বক্তারা বলেন যে মেয়েশিশুদের মতো ছেলেশিশুরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু বিষয়টা নিয়ে খুব একটা আলোচনা হয় না। এ বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ জন ছেলেশিশু নির্যাতিত হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি বলা হয় যে বাস্তবে এই সংখ্যা আরও বেশি।
রিপোর্টটি পড়তে পড়তে মনে পড়ে গেল কানাডীয় তারকা হকি খেলোয়াড় শেলডন কেনেডির লেখা হোয়াই আই ডিডেন্ট সে অ্যানিথিং বইটির কথা। ১৯৯৬ সালে শেলডন কেনেডি তাঁর সাবেক হকি কোচ গ্রাহাম জেমসের দ্বারা ৩০০ বারের বেশি সময় ধরে যৌন নির্যাতনের শিকার হওয়ার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।