বৈদেশিক মুদ্রা অর্জনে আম রপ্তানি

দেশ রূপান্তর নিতাই চন্দ্র রায় প্রকাশিত: ২৯ মে ২০২১, ১১:১৪

আম উৎপাদনে বাংলাদেশ বিশে^র প্রথম ১০টি দেশের মধ্যে অষ্টম হলেও রপ্তানিতে বিশে^র ২০টি দেশের মধ্যে দেশটির কোনো অবস্থান নেই। অথচ স্বাদ, বর্ণ ও গন্ধে বিশ্বের বহু দেশে বাংলাদেশের আমের প্রচুর চাহিদা ও সুখ্যাতি রয়েছে।


জামদানি ও ইলিশের পর বাংলাদেশের ভৌগোলিক নির্দেশকপণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম। সুস্বাদু এ আম বাজারে ‘হিমসাগর’ নামে অধিক জনপ্রিয়। ‘ক্ষীরশাপাতি’ চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত সুস্বাদু আম। বর্তমানে দেশের মোট উৎপাদিত আমের শতকরা ২০ থেকে ২৫ ভাগই হচ্ছে ক্ষীরশাপাতি। এ জাতের আম প্রতি বছর রপ্তানি হওয়া আমের তালিকায় শীর্ষে রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও