এ শহর কাদের শহর?

জাগো নিউজ ২৪ সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ১৫ মে ২০২১, ১০:১১

করোনা ভাইরাসের ভয়কে উপেক্ষা করে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঈদের সময় এই যে লাখ লাখ মানুষ গাদাগাদি করে বাড়ি গেল তার নানা ব্যাখ্যা হচ্ছে এখন মূলধারার গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমের নানা পরিসরে। মানুষ কষ্ট করে বাড়ি গেছে, অনেক বেশি খরচ করে বাড়ি গেছে এবং ফেরি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে মারাও গেছে। কিন্তু কোন কিছুই মানুষকে থামাতে পারেনি এই ভয়ংকর ঈদযাত্রা থেকে।


এত ঝুঁকি নিয়ে কেন মানুষ এভাবে বাড়ি যায়? এটা কি শুধুই প্রিয়জনের সাথে ঈদ উদযাপন, নাকি অন্য কিছু? অনেকেই বলছেন, বেঁচে থাকার জন্য, কাজ করার জন্য, বেকারত্ব থেকে বাঁচতে এ শহরে মানুষ আসলেও, বাস করলেও, এ শহরটাকে বেশিরভাগ মানুষ তাদের নিজস্ব শহর মনে করে না। একথা যেমন দরিদ্র, সংগ্রামী মানুসের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি সত্য ধনিক শ্রেণির জন্যও। দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষ গ্রামকে তার নিজস্বতায় দেখলেও এ ঢাকাকে দেখে না। তেমনি বড়লোকদের বেলায়ও। তারা বেগম পাড়া, সেকেন্ড হোম নিয়ে ব্যস্ত, কিন্তু এ শহরে থাকে টাকা বানানোর জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও