শুরুর ভুল এখনই শুধরে নিন
প্রায় গোটা বিশ্ব যখন করোনায় আক্রান্ত, তখন এর প্রতিষেধক ভ্যাকসিনের উদ্ভাবন আশার আলো দেখালেও একই সঙ্গে ভ্যাকসিনের চাহিদার ব্যাপকতায় এর প্রাপ্তি নিয়ে শঙ্কাও তৈরি করেছিল। সেই শঙ্কা যে অমূলক ছিল না, বর্তমান পরিস্থিতি এরই সাক্ষ্যবহ। ওষুধ প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট বিশ্বের অন্যতম বৃহৎ ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান। তাদের সঙ্গে আমাদের চুক্তি ও ভারত সরকারের সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা আমাদের জন্য স্বস্তির বিষয় হিসেবে বিবেচিত- মূল্যায়িত হলেও একই সঙ্গে আমাদের আরও কিছু বিষয় গুরুত্বের সঙ্গে আমলে রাখা প্রয়োজন ছিল।