উন্নয়নের কুড়াল কেন গাছের ওপরই পড়ে
গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সোহরাওয়ার্দী উদ্যানের কাটা গাছের ছবিগুলো। তা দেখেই বুকের ভেতরটা খামচে ধরে। কী অপরাধ ছিল গাছগুলোর? বড় বড় জীবন্ত গাছের বুকে যখন করাত চালানো হলো, তখন কেমন কষ্ট হয়েছিল গাছগুলোর? তারা কি চিৎকার করে কিছু বলতে চেয়েছিল? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাছগুলোর ওপর যে জীব ও প্রাণীরা নির্ভরশীল, তাদেরইবা কী হবে? অসহায়ের মতো তারাও কি কিছু বলতে চেয়েছে? গাছগুলো কি তাদের হত্যার জন্য আমাদের বিচার চাইবে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খায় মনের অতলে।