![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252Fd78560e6-f019-4707-8844-9c360a3a1bae%252FUntitled_13.jpg%3Frect%3D0%252C55%252C770%252C404%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সব অভিবাসীকে টিকা দেবে পর্তুগাল
সব বিদেশি নাগরিককে দুটি প্রক্রিয়ার মাধ্যমে কোভিড–১৯–এর টিকা দেওয়া হবে বলে জানিয়েছে পর্তুগাল সরকার। প্রথম প্রক্রিয়া হলো, যেসব অনিয়মিত অভিবাসী ১৫ অক্টোবর ২০২০–এর পূর্বে ইমিগ্রেশন বর্ডার সার্ভিস (এসইএফ) এন্ট্রি করেছেন, তাঁদের নিয়মিত অধিবাসীদের মতোই সুযোগ–সুবিধা দিচ্ছে পর্তুগাল সরকার। নতুন করে যাঁরা আবার ১৬ অক্টোবর ২০২০ থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত এসইএফে নথি লিপিবদ্ধ করেছেন, তাঁরাও বৈধ অধিবাসীদের মতো সব ধরনের সুযোগ–সুবিধা পাবেন বলে ঘোষণা করেছে পর্তুগাল সরকার। ফলে পর্তুগালে বসবাসকারী অবৈধ ব্যক্তিদের টিকা পেতে আর কোনো বাধা বা প্রতিবন্ধকতা থাকছে না।