আত্মতু্ষ্টি নয়, চাই সতর্কতা
বাংলাদেশের জন্য এপ্রিল ছিল একটা ভয়ঙ্কর মাস। চারদিকে হাহাকার। প্রতিদিনই মৃত্যু আর সংক্রমণের রেকর্ড হচ্ছিল। টিকা পাওয়ার নিশ্চয়তা নেই, হাসপাতালে সিট নেই, আইসিইউ যেন সোনার হরিণ। সে অবস্থা থেকে মে অনেকটাই স্বস্তি নিয়ে এসেছে। প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। তবু মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে। সংক্রমণের হারও কমতির দিকে, অনেকদিন পর সংক্রমণ ১০ ভাগের নিচে নেমেছে। সবকিছু যে ইতিবাচক দিকে এগুচ্ছে, তা টের পাওয়া যায় হাসপাতালের দিকে তাকালে। এখন আইসিইউ, আসন- দুইই অর্ধেকের বেশি খালি। ভয়ঙ্কর এপ্রিলের পর মে সত্যিই স্বস্তি নিয়ে এসেছে। তবে এই আপাত স্বস্তি দেখেই আমার মনে গভীর শঙ্কার ঢেউ খেলে যায়। রাতের তারা যেমন লুকিয়ে থাকে দিনের আলোর গভীরে।