![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F9ae90dda-4805-435c-9a42-d44f477ae4c3%252Feditorial_BW.jpg%3Frect%3D0%252C231%252C2550%252C1339%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কোভিড-১৯ বৈশ্বিক মহামারি কবে শেষ হবে? এই প্রশ্ন আজ ভীষণ বড় হয়ে দেখা দিয়েছে। রোজ খবর পাই, প্রিয় পরিচিত মানুষেরা চলে যাচ্ছেন। বাংলা একাডেমির দুই চেয়ারম্যান—আনিসুজ্জামান ও শামসুজ্জামান খানকে হারালাম। কবরীর মতো গুণী প্রিয় মানুষ এত অল্প বয়সে চলে যাবেন? মিতা হক, তবিবুল ইসলাম বাবু, এস এম মোহসিন—একেকটা দুঃসংবাদ আসে, আর মনে হয় হৃদয়টাই গোরস্তান হয়ে গেল। প্রথম আলো তার কলাম লেখক কতজনকে হারাল, মিজানুর রহমান খান, সৈয়দ আবুল মকসুদ...এখন শুধু শোক আর শ্রদ্ধাঞ্জলি লিখতেই দিন যাচ্ছে।
বাংলাদেশ করোনাভাইরাসের প্রকোপের তীব্রতম আঘাতের মধ্যে আছে। আমরা ২০২০ সালে কখনোই দৈনিক মৃত্যু এক শর কাছাকাছি উঠতে দেখিনি, টেস্টের মধ্যে করোনা পজিটিভ পাওয়ার হার একটা সীমার মধ্যে ছিল। ২০২১ সালে এসে দেখা গেল, মৃত্যু এক শ অতিক্রম করেছে, টেস্টে করোনা পজিটিভের হার আশঙ্কাজনক। বাংলাদেশে কোভিড রোগী প্রথম পাওয়া যায় ২০২০-এর মার্চে, তারপর থেকে অনেকেই বলে আসছিলেন যে এই বিশ্বমারি শিগগির চলে যাবে না, তা আমরা শুনতাম বটে। কিন্তু মনে মনে আশা করতাম, ২০২১ সালে টিকা চলে এলে এর প্রকোপ কমে যেতে বাধ্য।