কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আচরণ না বদলিয়েই বন্ধু বাড়াতে চান এরদোয়ান

প্রথম আলো প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ২১:০৮

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রায় তিন বছর পর সম্প্রতি তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সম্মেলনে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি আগামী দুই বছরের একটি ‘রূপকল্পের’ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তুরস্ক আগামী দুই বছরে ‘মিত্রের সংখ্যা বাড়াবে এবং আশপাশের দেশের সঙ্গে থাকা বৈরী সম্পর্কের অবসান ঘটিয়ে পারস্পরিক সমস্যার সমাধান করবে।’ তুরস্কের ভৌগোলিক অবস্থানকে নিজেদের অনুকূল হিসেবে বিবেচনায় নিয়ে তিনি বলেছেন, ‘প্রাচ্য কিংবা পাশ্চাত্য—কাউকেই পৃষ্ঠ প্রদর্শন করার বিলাসিতা আমাদের নেই।’ এই কথার মাধ্যমে তিনি যদি বোঝাতে চান, প্রতিবেশীদের সঙ্গে তিনি ‘জিরো প্রবলেম’ভিত্তিক সম্পর্ক রাখতে আগ্রহী, তাহলে তাঁকে তাঁর আচরণে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।


কিন্তু একেপির সম্মেলনে ভাষণ দেওয়ার আগের সপ্তাহান্তেও এরদোয়ানের মধ্যে মিত্রের সংখ্যা বাড়ানোর আগ্রহ দেখা যায়নি, যখন কিনা তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে বিরূপ মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অযোগ্য’ বলে কর্কশ মন্তব্য করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও