![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2021/03/27/image-405936-1616790957.jpg)
‘নো মাস্ক, নো মুভমেন্ট’ আইন প্রণয়ন জরুরি
২০২০ সালের ১৮ মার্চ করোনাভাইরাসে প্রথম ব্যক্তির মৃত্যু হয় বাংলাদেশে। ঠিক এক বছর পর ১৮ মার্চ ২০২১-এ গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা আক্রান্তের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর জনগণের অসচেতনতাকেই কারণ হিসাবে মনে করছে।
লক্ষ করা যাচ্ছে, পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মানুষের সংকোচ-দ্বিধাহীনভাবে অংশগ্রহণ উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। আগে আক্রান্তদের মধ্যে বয়স্ক ব্যক্তিদের লক্ষ করা গেলেও এখন তরুণদের আক্রান্ত হতে লক্ষ করা যাচ্ছে।