স্বাধীনতার অর্ধশতক ও আমাদের অর্জন
আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে রাষ্ট্রের গঠন ও উৎপত্তি এক যুগান্তকারী ঘটনা। রাষ্ট্র গঠনের রাজনৈতিক তত্ত্ব ও সামাজিক-বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে দার্শনিকদের নানা মতবাদ রয়েছে। মানব সমাজের ইতিহাস এক শ্রেণি সংগ্রামের ইতিহাস। জ্য জ্যাক রুশো বলেছেন, ‘মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করলেও সর্বত্র সে শৃঙ্খলার কবলে আবদ্ধ। কোনো মানুষ চিরকাল শোষণ ও বঞ্চনার শিকার হয়ে থাকতে চায় না। সব মানুষই নিজের স্বকীয়তা বজায় রেখে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে চায়।’
একটি জাতি দীর্ঘদিন ধরে একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে তৈরি হয়। সৃষ্টি হয় তার ভাষা ও সংস্কৃতি। জাতি গঠনের একক এবং একমাত্র উপাদান হিসেবে ধর্ম বিবেচিত হতে পারে না। তৎকালীন পাকিস্তানেও তা বাস্তব রূপ পায়নি। মাত্র ২৩ বছরের মাথায় ধর্মের খোলস থেকে বেরিয়ে এসে বাঙালি তার নিজস্ব সত্তা ও বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায়।
- ট্যাগ:
- মতামত
- স্বাধীনতা
- পরাধীন গোলাম
- শৃঙ্খলা বজায়
- শোষন
- বঞ্চনা