![](https://media.priyo.com/img/500x/https://cdn.sarakhonbd.com/contents/cache/images/640x401x1/uploads/media/2021/03/03/482c67d6949efb5ab663a5aaf41da120-603fac1ba51e4.jpg)
বিনিয়োগের চার-এ বাংলাদেশ ও ছাত্রদের জন্য অর্থ সাহায্য
এ মুহূর্তে এশিয়ার অনেক অর্থনৈতিক পত্রপত্রিকায় চারটি দেশের নাম বারবার আসছে বিনিয়োগ প্রসঙ্গে। বলা হচ্ছে, মিয়ানমার থেকে এখন অনেক বিনিয়োগ চলে যাবে। তা ছাড়া জাপানের, কোরিয়ার নতুন বিনিয়োগ এবং পশ্চিমা বিনিয়োগ এখন এশিয়ার চারটি দেশকে সুবিধাজনক স্থান মনে করছে। এই চারটি দেশ- ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশ।