
দেশের ৪২ বিশিষ্ট নাগরিক নির্বাচনসংক্রান্ত গুরুতর অসদাচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও অপর চার কমিশনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার যে অনুরোধ জানিয়েছেন, রাজনৈতিক মহলে তা চাঞ্চল্য সৃষ্টি করেছে।
নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ৫ ধারায় বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত অন্য কোনো কারণে নির্বাচন কমিশনার অপসারিত হইবেন না।’ গুরুতর অসদাচরণের কারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের বিধান আছে। ৪২ বিশিষ্ট নাগরিক সেই আইনি প্রতিকার চেয়েছেন। আইনকে নিজেদের হাতে তুলে নেওয়া কিংবা রাস্তায় নেমে বিশৃঙ্খলা করার কথা বলেননি।