ভূমি মন্ত্রণালয় সামনে আরও চমক দেবে : ভূমিমন্ত্রী
ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে অনেক চমক দিয়েছে জানিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘সামনে ইনশাআল্লাহ আরও চমক দেব।’
বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে ২১ জেলায় ডিজিটাল রেকর্ডরুমের নাগরিক সেবা ডিজিটাইজেশন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয় এগিয়ে যাচ্ছে। আমরা কথা নয়, কাজে বিশ্বাসী। আমি এমন কোনো কিছু করতে চাই না, যা দিয়ে পাবলিসিটি হয়। এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে আমার দুই বছর হতে যাচ্ছে। এই দুই বছরে কথা ও কাজের সাথে মিল নেই এমন কোন মুহূর্ত আছে কিনা আমি জানি না।’
মন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে অনেক চমক দিয়েছে, সামনে ইনশাআল্লাহ আরও চমক দেবে। মানুষের যে আস্থার ঠিকানা, সেটা প্রোপারলি স্ট্যাবলিশ্ড করতে চাই। আমি সবার সহযোগিতা কামনা করছি।’
‘মন্ত্রীর দায়িত্ব নেয়ার সময় আমি একটি সাংবাদিক সম্মেলন করেছিলাম। তখন একটা কথা বলেছিলাম, ব্যর্থতায় দায়ভার নিয়ে আমি এই মন্ত্রণালয় থেকে যেতে চাই না। আমি এসেছি কাজ করতে। আমি চাইব আমার আমলে ভূমি মন্ত্রণালয় এমন জায়গায় পৌঁছাবে যখন ভূমি মন্ত্রণালয়কে নিয়ে পুরো জাতি গর্ব অনুভব করবে। ডিজিটাইজেশনের মাধ্যমেই এটা সম্ভব, এটা সেবা নির্ভর একটা মন্ত্রণালয়।’