বাইডেনের আমলে কুর্দিস্তান প্রতিষ্ঠার সম্ভাবনা

প্রথম আলো ইস্তাম্বুল রাহুল আনজুম প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১৯:০০

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বেসরকারিভাবে জো বাইডেন নির্বাচিত হয়েছেন। পৃথিবীর নানান প্রান্তে উৎসব হয়েছে। তবে পিকেকে-কে সমর্থকদের মধ্যে এই উৎসবের আমেজ ছিল বেশি। পিকেকে সমর্থকেরা এরবিল, সুলায়মানিয়া, হাসাকেহ, কোবানি ও মানবিছে আতশবাজি ফুটিয়ে বাইডেনের জয়ে উল্লাস করেছে। এই উল্লাসে ছিল নতুন এক শুরুর স্বপ্ন।

পিকেকে মূলত বাইডেনের জয়কে ওবামা প্রশাসনের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন এবং ওয়াশিংটনের ক্ষমতাবৃত্তের জয় হিসেবে দেখছে। ওবামা প্রশাসন এবং ওয়াশিংটনের ক্ষমতাবৃত্ত—উভয় পক্ষই সিরিয়ায় পিকেকের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের পক্ষে। তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি বিশ্ব আবার কুর্দি বসন্ত দেখবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও