You have reached your daily news limit

Please log in to continue


বিচারব্যবস্থায় দুর্নীতি আসলে গণতন্ত্রের সংকট!

বিচারব্যবস্থায় দুর্নীতি ছিলই এবার তা নতুন আঙ্গিকে এল। খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ জমা পড়েছে তাঁর উত্তরসূরীর বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি। তাঁর অভিযোগ বিচারপতি এন ভি রামনা বিরোধী দল তেলেগু দেশমের হয়ে অন্ধ্র সরকারের বিরুদ্ধে অস্থিরতার চেষ্টা করছেন। বিচারপতি রামনা সম্ভাব্য পরবর্তী প্রধান বিচারপতি। নিঃসন্দেহে অভূতপূর্ব ঘটনা। আর তাই নিয়ে দিল্লি তোলপাড়। গত ৬ অক্টোবর জগন্মোহন রেড্ডি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন আর সেদিনই বিচারপতি রামানার বিরুদ্ধে চিঠি লেখেন প্রধান বিচারপতি শরদ বোবদের কাছে। আগামী এপ্রিলে বোবদে অবসর নেবেন আর রামনা পরবর্তী প্রধান। তিনি প্রধান থাকবেন প্রায় এক বছর চার মাস। তারপর উদয় উমেশ ললিত হবেন পরের প্রধান। কিন্তু থাকবেন মাত্র সাড়ে তিন মাসের জন্য। যদি রামনা না হতে পারেন তবে ললিত আরও বেশিদিন ওই পদে থাকতে পারবেন। উল্লেখ্য, ললিত সরাসরি আইনজীবী থেকে বিচারপতি হয়েছেন। ২০১৪-এ মোদী সরকার ক্ষমতায় আসার পরই ললিত বিচারপতি হন। গুজরাতে পুলিশের ভুয়ো সংঘর্ষ মামলায় ললিত অমিত শাহের হয়ে সওয়াল করেছিলেন। সুতরাং বিজেপি শরিক দলের বক্তব্য একেবারে ফেলে দেবে কিনা সেটাই এখন দেখার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন