কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজনীতি বিষয়ে চাই নতুন চিন্তা

ইত্তেফাক আবুল কাসেম ফজলুল হক প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪

নোয়াম চমস্কি একজন প্রতিবাদী দার্শনিক। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বড় কোনো অন্যায় ঘটলে তার তীব্র প্রতিবাদ করেন। তার প্রতিবাদ প্রচারমাধ্যমে প্রচারিত হয়। তার পরও বলতে হয় যতটা প্রচার তার পাওয়ার কথা, সে তুলনায় তিনি কম পান।

আমি অনুসন্ধান করতে গিয়ে দেখলাম, তিনি আত্মপরিচয় দেন নিরাষ্ট্রবাদী বলে। তার একটি বই আছে ‘Anarcho-Syndicalism’ নামে। তাছাড়াও আরো কোনো কোনো বইতে তিনি নিজেকে anarchist বলে পরিচয় দেন। তিনি তার লেখায় বাকুমিনের লেখা থেকে উদ্ধৃতি দেন।

বাকুমিন, প্রুধোঁ প্রমুখ দার্শনিক নিরাষ্ট্রবাদ (anarchism) প্রচার করেছেন উনিশের শতকের মধ্যপর্ব থেকে। তাদের প্রচারিত নিরাষ্ট্রবাদ ইউটোপিয়া বা অবাস্তব চিন্তা বলে সমালোচিত হয়েছে। তারা সরকারবিহীন, কর্তৃপক্ষবিহীন স্বতঃস্ফূর্ত সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত সমাজ চেয়েছেন। তারা শোষণপীড়ন প্রতারণামুক্ত সমাজের চিন্তা করেছেন। তাদের ঐসব চিন্তা অবান্তর কল্পনা বলে বিরোধিতার মুখে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও