তুরস্কের পথে নতুন কাঁটা গ্রিস
পূর্ব ভূমধ্যসাগরের সমুদ্র সীমানা নিয়ে কয়েক মাস ধরেই গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় দেশই নিজেদের দল ভারী করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হচ্ছে। শুরুর দিকে দুপক্ষের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও যুদ্ধের বিউগল বাজতে শুরু করেছে। গ্রিস ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজের মহড়া দিয়েছে। তুরস্ক ঠেকিয়েছে গ্রিসের কয়েকটি যুদ্ধবিমানকে। নেমেছে নৌশক্তি প্রদর্শনে। কাছেই অপেক্ষা করছে মার্কিন নৌবাহিনীর জাহাজ। সমুদ্রের তলার তেল-গ্যাসের মালিকানা নিয়ে বিরোধে জড়িয়েছে এই দুই প্রতিবেশী দেশ। তবে এ কেবল তুরস্ক ও গ্রিসের মধ্যকার সংঘাতই নয়; এর রয়েছে বৈশ্বিক মাত্রা। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সমুদ্রসীমা নির্ধারণ, মধ্যপ্রাচ্যের কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি তুরস্কের ভাগ্যও এর সঙ্গে জড়িত। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নতুন ভাগ্যবিধাতা কে হবে, তা-ও নির্ধারণ করবে এ যুদ্ধ। যার দরুন বিশ্বের তাবৎ প্রধান শক্তিগুলো ভূমধ্যসাগরের এ যুদ্ধে জড়িয়ে পড়েছে।