
‘করোনা নেগেটিভ সার্টিফিকেট’ কেবল দুর্নীতির বিস্তার ঘটাবে
বাংলাদেশিদের ‘করোনা নেগেটিভ’ সনদ বাধ্যতামূলক’ করে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তটি একটি আত্মঘাতি পদক্ষেপ। প্রথমত: সনদ বা সার্টিফিকেট বিষয়টিই বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতির ‘ডোর ওপেনার’। এই ধরনের সার্টিফিকেট বিতরণের উদ্যোগ লাভের চেয়ে ক্ষতিই বেশি করবে বলে ধারনা করা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার নির্ধারিত প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেট দেয়া হবে। তার মানে হচ্ছে ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেটটি দেবে বাংলাদেশ সরকার।এখন এর বিপদটি নিয়ে আলোচনা করি।