যারা টকশো’র জন্মলগ্ন কালের দর্শক, তারা বলতে পারবেন কেমন করে ধীরে ধীরে টেলিভিশনের পর্দা থেকে নিখোঁজ হলেন। বিলুপ্ত হয়ে গেছেন আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চার মানুষেরা। টকশো জনপ্রিয় হয়ে উঠেছিল ২০০৮-এর নির্বাচনের আগে থেকে। ১/১১ এর সময়ও রাখঢাকের মধ্যেও যে টকশো চলছিল, সেগুলোও রাত জেগে দেখে ঠকেননি দর্শকরা।
২০০৮, ২০১৩ এবং ২০১৮-এর নির্বাচন পূর্ব সময়ের রাজনৈতিক অনিশ্চয়তা, টানাপড়েন, রাজনৈতিক দলগুলোর মধ্যকার মেরুকরণের পাশাপাশি টকশোর বিষয় হয়ে উঠেছিল জঙ্গিবাদ এবং যুদ্ধাপরাধের বিচার। গণজাগরণ মঞ্চ, কিশোর বিদ্রোহ, নো-ভ্যাট আন্দোলনের পাশাপাশি অনেক সামাজিক, সাংস্কৃতিক বিষয়েও টেলিভিশনগুলোর আলোচনার প্রতিপাদ্য হয়ে উঠেছিল। বিশেষ করে ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি বয়কট করার পর থেকে বিরোধী দলের জন্য বিকল্প সংসদ হয়ে উঠেছিল টেলিভিশন টকশো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.