চাঁপাইনবাবগঞ্জের মনকষায় অল্প বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৪ জুন ২০২০, ১৭:৩৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অল্প বৃষ্টিতেই হাঁটু পানি জমে মানুষের দুর্ভোগ বাড়ছে। জানা গেছে, আমীর হামজার বাড়ির সামন থেকে মৃত সাব্বির উদ্দিনের বাড়ি পর্ষন্ত প্রায় ১’শ মিটার রাস্তায় সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। যদিও এ রাস্তাটি মাত্র কিছুদিন আগে সংস্কার করা হয়েছে। কিন্তু পানি জমায় রাস্তাটি আবারও ভেঙ্গে চলাচলের অযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী মনে করছেন।

স্থানীয়রা জানান, রাস্তার পাশের বাড়ি ওয়ালারা তাদের নিজ নিজ বাড়ির সামনে বাঁধ দিয়ে পানি নিস্কাশন বন্ধ করে দেয়ায় রাস্তায় পানি জমে থাকছে। কিন্তু বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের বলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। এছাড়াও মনাকষা বাজারের খড়িয়ালের মাথায় ও অগ্রণী ব্যাংকের সামনের রাস্তারও একই অবস্থা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও