সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন নিয়ে শুনানি আজ

জাগো নিউজ ২৪ হাইকোর্ট প্রকাশিত: ০৪ মার্চ ২০২০, ০৮:২৬

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের আলোচিত ঘটনায় র‌্যাবের দেয়া সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানি আজ। প্রতিবেদনের বিষয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রপক্ষের আইনজীবী র‌্যাবের জমা দেয়া অগ্রগতি প্রতিবেদনের বিষয়ে আদালতকে অবহিত করার পর আদালত জানান, বিষয়টি বুধবার শুনানির জন্য কার্যতালিকায় (কজলিস্টে) থাকবে। এর আগের দিন সোমবার (২ মার্চ) এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের খন্দকার শফিকুল আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়েছে, সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় দু’জন অপরিচিত যুবক জড়িত ছিল। সাগরের হাতে বাঁধা চাঁদর এবং রুনির টি-শার্টে ওই দুই যুবকের ডিএনএ’র প্রমাণ মিলেছে বলেও প্রতিবেদনে দাবি করেছে র‌্যাব। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই মামলায় তানভীরের অবস্থা রহস্যজনক। এই মামলা থেকে তাকে অব্যাহতি (বিচারিক আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে) দেয়া যুক্তিযুক্ত হয়নি। অন্যদিকে, আমেরিকা পাঠানো ডিএনএ নমুনার সঙ্গে অপরিচিত দুই ব্যক্তির ডিএনএ’র মিল পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও