বাম বিকল্প শক্তি গড়ার আহ্বান
দেশের রাজনীতি এখন ডানদিকে টাল নিয়েছে। আগে যে শক্তিশালী বাম দলগুলো ছিল, যেমন সিপিবি, ভাসানী ন্যাপ তাও এখন গণনা করার মতো শক্তি নয়। ভাসানী ন্যাপ তো নামেমাত্র আছে। বাকিটা বিএনপির পেটে হজম হয়ে গেছে। মুজাফ্ফর ন্যাপও আগে কম শক্তিশালী দল ছিল না। তাকেও গ্রাস করেছে আওয়ামী লীগ এবং গণফোরাম। বঙ্গবন্ধুর আওয়ামী লীগও এখন নেই। টাল খেয়েছে সম্পূর্ণ ডানদিকে। এককালের বিক্রমশালী জাসদ এখন টুকরো টুকরো, মুখে মার্কসবাদ, কাজে সুবিধাবাদ। বিএনপি চরম ডানপন্থি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে