শীতে সতর্ক থাকো
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০০:০০
অন্যান্য ঋতুর মতো শীতেও কিছু রোগের প্রকোপ বাড়ে। তাই সাবধান থাকতে হবে। একটু অসতর্ক হলেই বেড়ে যেতে পারে নানা রোগ। শীতকালে সুস্থ থাকার জন্য যা করবে তা হলোÑ ে শীতে বাইরে বের হওয়ার আগে অবশ্যই শীতের কাপড় পরে নেবে। মাথা ও কান ভালো করে ঢেকে নেবে। ে শীতে ধুলোবালির প্রকোপ বেড়ে যায়। তাই বিশেষ করে অ্যাজমার সমস্যা যাদের আছে, তারা তো বটেই, সবারই ধুলোবালি এড়িয়ে চলতে হবে। শুধু বাইরের নয়, ঘরের লেপ-কম্বলও রোদে দিতে হবে। লেপ-কম্বলের ধুলোও অ্যাজমার সমস্যা সৃষ্টি…
- ট্যাগ:
- লাইফ
- শীতকালীন জীবনচর্চা