শিশুর দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস ছাড়াবেন যেভাবে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৬
দাঁত দিয়ে নখ কাটার এই বাজে অভ্যাস ছোট-বড় অনেকের মধ্যেই আছে। তবে শিশুরা না বুঝে এটি বেশি করে থাকে। এই বদভ্যাস একবার তৈরি হলে তা ছাড়ানো খুব মুশকিল। আর সবসময়ে মুখে হাত দিয়ে থাকলে নখে জমে থাকা ময়লা, জীবাণু পেটে চলে গিয়ে শরীর খারাপ হতে পারে।
তাই যদি দেখেন শিশুকে কিছুতেই এই অভ্যাস ছাড়াতে পারছেন না, তাহলে কয়েকটি কাজ করে দেখতে পারেন।
১) শিশুকে বোঝান দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস মোটেই ভালো নয়। স্বাস্থ্যের কী কী ক্ষতি হতে পারে সহজ করে বুঝিয়ে দিন। নখ কাটলে কী কী তার পেটে যাচ্ছে, তা-ও বোঝান।