বিবাহিত জীবনে সুখী হতে যে ভুল করবেন না
বিয়ের পর দু’জনের অবদানেই সংসার হয় সুখের। তবে স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কে ফাটল ধরতে পারে অনেক ঠুনকো বিষয়েও। এমনকি হতে পারে বিবাহবিচ্ছেদও। তাই বিবাহিত জীবন সুখের করতে চাইলে স্বামী-স্ত্রী উভয়েরই উচিত কয়েকটি ভুল না করা। যেমন-
কারও সঙ্গে সঙ্গীর তুলনা করবেন না
বিয়ের পর আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে অন্য কারও তুলনা করবেন না। এতে অপর ব্যক্তি কিন্তু মনে খুব আঘাত পান। একই সঙ্গে হীনমন্যতায় ভোগেন। এতে আপনাদের সম্পর্ক ক্রমশও খারাপ হয়ে উঠবে। তাই জীবনসঙ্গীকে যেভাবে পেয়েছেন, সেভাবেই তাকে নিয়ে সারা জীবন থাকুন।
অতিরিক্ত পজেসিভ হবেন না
বিয়ের পরেই সঙ্গীর সব বিষয় নিয়ে পজেসিভ হবেন না। তার কোনো কাজে বাধা দেবেন না। তাহলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তার চেয়ে বরং সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন, তাকে স্বাধীনভাবে বাঁচতে দেন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে।
পরিবারের সঙ্গে তুলনা করবেন না
বিয়ের পর অনেক সময় সঙ্গীরা একে অপরের পরিবারের সদস্যদের সঙ্গে তুলনা করেন। অশান্তি হলে পরিবারের সদস্যদের কথা টেনে এনে খারাপ কথা বলেন। এটি খুবই খারাপ অভ্যাস। এতে দুই পরিবারের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- দাম্পত্য জীবন
- ভুল কাজ