ছবি সংগৃহীত

চলচ্চিত্র ‘কারণ তোমায় ভালোবাসি’

priyo.com
লেখক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৫, ১১:১৮
আপডেট: ০৬ অক্টোবর ২০১৫, ১১:১৮

(প্রিয়.কম) সাধারন একটি প্রেম ও ভালোবাসার গল্প, তবে গতানুগতিক গল্পেই বলা চলে। এও বলতে পারেন এত সাধারন গল্প হয় নাকি? দর্শক ছবিটি দেখলে এমন ধরনের প্রশ্নই তাদের মনে আনাগোনা মেলতে পারে। আর এভাবেই তার ‘কারণ তোমায় ভালোবাসি’ ছবিটি নিয়ে বলছিলেন ছবিটির গল্প চিত্রনাট্য ও পরিচালক গোলাম মোস্তফা শিমুল।

আর এ ছবিটিতে জুটি বেধে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, শুভ ও লাক্স তারকা বিথি। এছাড়া আরও অভিনয় করেছেন সাব্বির আহমেদ, শুভ, বিথি, তাম্মি, নাফিজা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, সামির আরজু প্রমুখ। ‘কারণ তোমায় ভালোবাসি’ ছবিতে গান রয়েছে ৬টি। এর ৫টি গান লিখেছেন পরিচালক নিজেই। আর ১ লিখেছেন ফিরোজ করিব।

সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সামীর আহমেদ। পরিচালক গোলাম মোস্তফা শিমুল প্রিয়.কমকে বলেন, ‘ছবিটির শুটিং ৯০ ভাগ শেষ। আর ৬-৭ দিন শুটিং করলেই বাকি অংশ শেষ হয়ে যাবে। আশা করি যদি সেন্সরে যদি কোন ধরনের সমস্যা না হয়, তাহলে জানুয়ারির শেষে মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।