অবসরে যাচ্ছেন না রড স্টুয়ার্ট
বণিক বার্তা
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০৮:০২
যুক্তরাজ্যের শিল্পী রড স্টুয়ার্ট। ৮০ বছর পূর্ণ করলেন তিনি। ক্যারিয়ারে দিয়েছেন বহু মেগাহিট। সত্তর ও আশির দশকে দারুণ জনপ্রিয়তা ছিল তার। ইয়ং তুর্কস প্রায় ২৫ কোটি কপি বিক্রি হয়েছে সারা বিশ্বে। এখনো পারফর্ম করে যাচ্ছেন। তিনি জানাচ্ছেন, ৮০ বছর বয়স হলেও অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি গান করে যাবেন।